বর্তমান যুগ বিশ্বয়ানের যুগ। এই বিশ্বয়ানের যুগে সমগ্র জাতির প্রত্যাশিত উন্নয়ন, ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও সার্বিক সমৃদ্ধির জন্য সুশিক্ষা ও যুগোপযোগি শিক্ষার প্রয়োজন অনিবার্য। আর এই প্রত্যাশা পুরণের লক্ষে বিরামপুর সরকারি কলেজের পথচলা।
বিরামপুর সরকারি কলেজ সুদক্ষ প্রশাসনিক কাঠামো, বিজ্ঞ উপদেষ্টা, দক্ষ এবং মেধাবী শিক্ষকমন্ডলী দ্বারা বিভিন্ন বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের ধারাকে অব্যাহত রেখে আসছে। তাই নুতন চেতনাময় ও শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের বিরামপুর সরকারি কলেজে ভর্তি হয়ে নিজেকে গড়ার আহ্বান জানাচ্ছি।
সর্বোপরি বিরামপুর সরকারি কলেজের এ সুন্দর অর্জনকে ধরে রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাছি। বৈপ্লবিক ও কষ্টার্জিত বিরাজমান সুন্দর এ অর্জনকে ধরে রাখার জন্য এবং প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক বছরের ঐতিহ্য ও সুনাম অযত্নে ও ঔদাসীন্যে যেন বিঘ্নিত না হয় সেদিকে সর্তক দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। পরম করুণাময় আমাদের সকলের সহায়ক হোন।
VIEW DETAILS →